সিনিয়র সচিব

মোঃ কামাল হোসেন, সিনিয়র সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)

জনাব মোঃ কামাল হোসেন ২০ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে যোগদান করেন। ইতঃপূর্বে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে সচিব, সমন্বয় ও সংস্কার পদে কর্মরত ছিলেন তিনি ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি মাঠ পর্যায়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা, ব্রাক্ষ্মনবাড়িয়া, গোপালগঞ্জ ও নোয়াখালি জেলায় কর্মরত ছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক, সরকারি কর্ম কমিশন সচিবালয় এর পরিচালক স্কীলস ডেভলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক, Skills For Employment Investment Program (SEIP) প্রকল্পের Deputy Excutive Project Director (DEPD) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মন্ত্রণালয় পর্যায়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।